যাকাত প্রদানের খাত সমূহ ?

যাকাত প্রদানের খাত সমূহ •••






*** যাকাত কাকে দেবেন ? ....
*** মহান আল্লাহপাক ৮ শ্রেণীর মানুষকে যাকাত দেয়ার বিধান জারি করেন । এই ৮ শ্রেণীর বাইরে আর কাউকে যাকাত দেয়া যাবেনা । নির্দেশ অমান্য করে অন্যত্র দেয়া হলে যাকাত আদায় হবেনা । আয়াতে বর্ণিত সিরিয়াল অনুসরণ করা উত্তম হবে । যাকাত প্রদানের ক্ষেত্রে গরীব আত্মীয়- স্বজনদের অগ্রাধিকার দেবেন । যেহেতু মহানবী সা: বলেছেন
“ আত্মীয়দের যাকাত প্রদান করা হলে যাকাতের সাথে আত্মীয়তার হক্ব ও অধিকারও আদায় হয়ে যায় এবং যাকাত দাতা ব্যক্তি ডবল ছওয়াব লাভ করবে ।”
*** পবিত্র কুরআনে বর্ণিত সেই ৮ শ্রেণী ......
এক. ফকির :
অর্থাৎ নি:স্ব ব্যক্তি । যাঁর কাছে প্রয়োজনের তুলনায় অতি সামান্য খাদ্য থাকে মাত্র ।
দুই. মিসকিন :
মহানবী সা: বলেন “ যাঁর কাছে অমুখাপেক্ষি হওয়ার পরিমাণ সম্পদ নেই এবং তিনি কারো কাছে ভিক্ষা করেন না । “
ছহীহুল বোখারি ও ছহীহ মুসলিম ।
উলামায়ে কেরামগণ বলেন
“ ফকির/ মিসকিনদেরকে যাকাতের টাকা এতোটুকু দেয়া দরকার , যেনো তাঁদের এক বছরের প্রয়োজন ও অভাব পূর্ণ করতে পারে ।
روضة الصائم
তিন .
যাকাত কালেকশানে কর্মরত ব্যক্তি :
যেমন রেড ক্রিসেন্ট / চ্যারেটিতে কর্মরত ব্যক্তিকে যাকাতের ফান্ড থেকে বেতন দেয়া । যা’ UAE সরকার করে থাকেন ।
চার.
কাফেরদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য / নও মুসলিম ব্যক্তি / কোন কাফের কর্তৃক মুসলমানদের ক্ষতির আশংকা থাকলে, সেই কাফেরকে যাকাত দেয়া / কোন বেদ্বীনদার মুসলিমকে দ্বীনের প্রতি তাক্ওয়াবান হওয়ার জন্য যাকাত প্রদান ।
পাঁচ.
ক্রিতদাসকে মুক্ত করার জন্য । এ জায়গায় অসহায় কোন কারাবন্দী ব্যক্তির মুক্তির জন্য টাকার প্রয়োজন হলে , তাকে যাকাত দেয়া জায়েজ ।
ছয়.
ঋণগ্রস্ত ব্যক্তি : ঋণগ্রস্ত ব্যক্তিকে যাকাতের টাকা দিয়ে ঋণমুক্ত করা একটি বিশাল ব্যাপার । মা- বাবা যদি ঋণী হয়ে থাকেন, তাঁদেরকে ঋণমুক্ত করার জন্য ধনী সন্তান তাঁর যাকাতের টাকা দ্বারা মা- বাবাকে ঋণমুক্ত করতে পারে ।
সাত.
মুসলিম যোদ্ধা ও যুদ্ধের সাজ সরণ্জাম কেনার জন্য ।
আট.
মুসাফির ব্যক্তিকে যাকাত প্রদান করা । সফর অবস্থায় পয়সা ওয়ালা ব্যক্তিও যদি বিপদে পড়ে যায় এবং খাওয়ার টাকা না থাকে বা দেশে ফেরার খরচ না থাকে, তাঁকেও যাকাত দেয়া যাবে ।
*** এই আট শ্রেণীর লোক ব্যাতিরেকে বা এর বাইরে অন্য কোন ব্যক্তিকে যাকাত দেয়া যাবেনা । মূলত : এখানে যাকাত গ্রহণ করার প্রধান হক্বদার ব্যক্তিদের বর্ণনা উঠে এসেছে ।
*** যাকাতের খাত নিয়ে অবতীর্ণ
আয়াতটি সূরা আত তাওবায় ৬০
আয়াতটি হলো ....
إنما الصدقات للفقراء و المساكين و العاملين عليها و المؤلفة قلوبهم و في الرقاب و الغارمين و في سبيل الله وابن السبيل . فريضة من الله و الله عليم حكيم

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ