
প্রশ্ন : বাবার বয়স ষাটোর্ধ। তিনি প্রচুর পরিমানে পর্ণ আসক্ত। ওনাকে সরাসরি এই ব্যাপারে শাসন ও করা হয়েছে। কিছুতেই পরিবর্তন হচ্ছেনা। মাঝেমধ্যে নামাজ ও পরে এইক্ষেত্রে করণীয় কি।প্লিজ পরামর্শ দিন।
উত্তর : আবু হুরায়রা রা. থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
" أَعْذَرَ اللَّهُ إِلَى امْرِئٍ أَخَّرَ أَجَلَهُ حَتَّى بَلَّغَهُ سِتِّينَ سَنَةً "
“আল্লাহ তাআলা যাকে দীর্ঘায়ু করেছেন, এমনকি যাকে ষাট বছরে পৌছিয়েছেন তার ওজর পেশ করার সুযোগ রাখেননি।” [সহিহ বুখারি] অর্থাৎ এ বয়সে মানুষের পাপ কর্ম করে আল্লাহর কাছে কোনও ধরণের ওজর পেশ করার অবকাশ নেই।
যাহোক, বয়সের এ পর্যায়ে যে ব্যক্তি এহেন নোংরা কাজে লিপ্ত সে সত্যি হতভাগ্য। তার উচিৎ ছিলো, যৌবন কাল এবং অতীত জীবনের পাপাচারের কথা স্মরণ করে আল্লাহর দরবারে অনুতপ্ত হয়ে তওবা করা, অধিক পরিমানে নেক আমল করা এবং মৃত্যুর ও আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া। কিন্তু এখন তিনি পাপাচারের নেশায় মত্ত!!
যাহোক, এ অবস্থায় যেসব পদক্ষেপ নেওয়া যেতে পারে সেগুলো হল, আলেমদের সাহায্যে তাকে নসিহত করা, বাড়িতে যদি ওয়াইফাই থাকে তাহলে তা বন্ধ করা, স্মার্ট ফোনের পরিবার্তে নরমাল ফোন ব্যবহার করতে দেওয়া, প্রয়োজনে ২য় বিয়ের সুযোগ দেওয়া এবং তার হেদায়েতের জন্য আল্লাহর কাছে দুআ করা। আল্লাহ আমাদেরকে মৃত্যু অবধি হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখুন। আমিন।
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার,
সৌদি আরব।
0 মন্তব্যসমূহ