মাহে রমজানে পবিত্র কুরআন তেলাওয়াত !




মাহে রমজানে পবিত্র কুরআন তেলাওয়াত !

*** এ মাসটির আরেকটি নাম হলো কুরআনের মাস । যেহেতু এ মাসেই পবিত্র কুরআন অবতীর্ণ হয় । 

*** আল্লাহপাক বলেন “ আমি এ কুরআন অবতীর্ণ করেছি একটি মোবারক রাত্রীতে ।”

সূরা দোখান ৩

মোবারক রাতটি ছিলো মাহে রমজানে । আল্লাহপাক বলেন “ মাহে রমজানে এ কুরআন নাজিল করা হয়েছে ।” 

সূরা আল বাক্বারা ১৮৫

আল্লাহপাক আরো সুনির্দিষ্ট করে বলেন “ লাইলাতুল ক্বদরে ( শবে ক্বদর ) এ পবিত্র কুরআন অবতীর্ণ করেছি ।”

সূরা আল ক্বদর ১

*** মহানবী সাঃ বলেন “ মাহে রমজানের ২৪তম দিবাগত রাত্রে এ কুরআন নাজিল হয় ।”

ছহীহুল জামে

সিলসিলাহ ছহীহা 

এ হাদিসটিকে শায়খ আলবানী রহঃ হাসান স্তরের বলেছেন । 

এ হাদিসে কুরআন নাজিল হওয়াটা মাহে রমজানের ২৭তম রাতে ছিলোনা । সুতরাং কওমী/ বেরেলভীদের মতো ২৭ তারিখ শবে ক্বদর সুনির্দিষ্ট করে ফেলবেন না । যেহেতু এ ধরণের ধারণা একান্তই তাঁদের মূর্খতা ছাড়া আর কিছুই নয় ।

*** মহানবী সাঃ বলেছেন “ তোমরা তিন দিনের কম সময়ে কুরআন খতম করবেনা ।”

সুনানে তিরমিযি ২৯৪৯

সুনানে আবু দাউদ ১৩৯০

সুনানে ইব্নে মাজাহ ১৩৪৭

শায়খ আলাবানী রহঃ হাদিসটিকে ছহীহ বলেছেন ।

*** মহানবী সাঃ বলেছেন “ তোমরা ৭ দিনে কুরআন খতম করো । এরচে’ অধিক সময় নিয়োনা ।”

ছহীহুল বোখারি ৪৭৬৭

ছহীহ মুসলিম ১১৫৯

*** এ হাদিসগুলোর আমল মাহে রমজান ছাড়া অন্যান্য মাসগুলোর জন্য । যেহেতু মাহে রমজানে অধিক হারে কুরআন খতম করার প্রমাণ পাওয়া যায় সাহাবীগণ রাঃ ও ইমামদের রহঃ আমল থেকে । 

ইমাম আহমদ রহঃ, ইসহাক রহঃ সহ অনেকে বলেছেন “ মাহে রমজানে অধিক কুরআন তেলাওয়াত করা মোস্তাহাব ।”

لطائف المعارف ص ١٧١

*** তিন দিনের কম সময়ে কুরআন খতম করার নিষেধাজ্ঞাটি মাকরুহ পর্যায়ের । হারাম নয় । নিষেধ করার কারণ হলো যে, খুব কম সময়ে খতম দেয়া হলে কুরআন পড়ুয়া কুরআনের কিছুই বুঝতে সক্ষম হয়না ।”

আল জামেউস সগীর

শরহে ইব্নে মাজাহ 

*** হযরত জিব্রাইল আঃ মাহে রমজানের প্রতি রাতেই আসতেন এবং মহানবী সাঃ উভয়ে একে অপরকে কুরআন শোনাতেন । মহানবী সাঃ’র মৃত্যেুর বছরে ২ বার আসেন হযরত জিব্রাইল আঃ । 

ছহীহুল বোখারি ৩২২০. ৪৯৯৮

ছহীহ মুসলিম ২৩০৮. ২৪৫০

সুনানে নাসাঈ ২০৯৪

এ হাদিস দ্বারা মাহে রমজানে অধিক হারে কুরআন তেলাওয়াত করার স্পস্ট ইঙ্গিত পাওয়া যায় । 

*** আসুন আমরা কাজ - কর্ম হ্রাস করতঃ বেশী বেশী করে পবিত্র কুরআন তেলাওয়াত করি এই মাহে রমজানে । আল্লাহপাক আমাদেরকে কবুল করুক । আমিন । 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ