বিষয়ঃ ছোট বাচ্চাদের নামাজ / রোজা/ হজ্ব পালনের ছওয়াব কি মা- বাবাদের আমলনামায় যোগ হবে ? •••
*** আমাদের ছোটবেলায় শুনতাম “ নাবালেগ শিশুরা রোজা রাখলে তাঁর ছওয়াবটা পায় শিশুর মা- বাবা !” এ ধারণাটি সঠিক নয় । মনে রাখবেন যে, আমাদেরকে ইলম অর্জন করতে হবে পবিত্র কুরআন ও বিশুদ্ধ হাদিস থেকে । নিজের মনগড়া বা বাপ- দাদা থেকে শোনা কথাগুলো পরিত্যাগ করতে হবে ।
*** বিদায় হজ্বের দিন একজন মহিলা সাহাবী রাঃ নিজের ছোট শিশুকে রসুল সাঃ’র কাছে নিয়ে এসে বললেন “ ওর জন্য কি হজ্ব রয়েছে ইয়া রসুলাল্লাহ ? নবীজী সাঃ বললেন “ হ্যাঁ । তুমিও ছওয়াব লাভ করবে ।”
ছহীহ মুসলিম ১৩৩৬
*** মহানবী সাঃ বলেছেন “ কল্যাণের দিকে পথ দেখানো ব্যক্তিও সমমান ছওয়াব লাভ করবে ।”
ছহীহ মুসলিম ১৮৯৩
*** শায়খ বিন বায রহঃ বলেন “ শিশুদের নামাজ/ রোজা/ হজ্বের ছওয়াব সে লাভ করবে । তাঁর মা - বাবা নয় । বরং মা- বাবা শিশুদেরকে উত্তম শিক্ষা দান করার জন্য ছওয়াব লাভ করবে । হাদিসে তাই বলা হয়েছে । শিশুর রোজার ছওয়াবের মালিক সে নিজেই । তাকে রোজা রাখা শিক্ষা দেয়ার জন্য মা- বাবা উত্তম প্রতিদান পাবেন । এটা আলাদা বিষয় ।
مجموع فتاوى و مقالات الشيخ بن باز ١٦/٣٧٧
টুতব্রাশ ব্যবহার করার বিধান কি ?
*** মহানবী সাঃ রোজা রাখা অবস্থায় মিসওয়াক করেছেন ।
সুনানে তিরমিযি ৭২৫
মুসনাদে আহমদ
ছহীহুল বোখারি
সুনানে আবু দাউদ
ছহীহ ইব্নে খোজাইমাহ
*** টুতপেস্ট টুতব্রাশ ব্যবহার করা জায়েজ । তবে টুতপেস্ট যেনো পেটের মধ্যে ঢুকে না যায় ।
*** টুতপেস্ট পেটের ভেতরে ঢুকলে রোজা ভেঙ্গে যাবে এবং কাজা দিতে হবে ।
*** কুলি করতে গিয়ে পানি পেটে প্রবেশ করলে রোজা ভেঙ্গে যাবে ।
*** পরিষ্কার - পরিচ্ছন্নতা অপরিহার্য । আর তাই মিসওয়াক সবচে’ অধিক নিরাপদ ।


0 মন্তব্যসমূহ