রমাদ্বানে যেই চারটি আমল বেশি করতে হয় !




আল্লামাহ মুহাম্মদ বিন সালিহ আল-উসায়মিন রহি'মাহুল্লাহ বলেছেন,

“রমাদ্বান মাসে এই চারটি আমল বেশি বেশি করতে সচেষ্ট হও। এর মধ্যে দুইটি আমল আল্লাহর নিকট খুবই প্রিয় আর দুইটি আমল তোমার জন্য অত্যন্ত জরুরী।

যে দুইটি আমল আল্লাহর নিকট খুবই প্রিয় তার প্রথমটি হচ্ছে, "লা- ইলাহা ইল্লাল্লাহ" এই যিকির করা। আর দ্বিতীয়টি হচ্ছে, ইস্তিগফার করা।

যে দুইটি আমল তোমার জন্য খুবই জরুরী তার প্রথমটি হচ্ছে, আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করা। আর দ্বিতীয়টি হচ্ছে, আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করা।

এই দুআ করাকে তুমি খুব বেশি গুরুত্ব দাও।"

আদ-দিয়া আল-লামিহঃ ৩৬২।©

.

𖣔 ১) সর্বোত্তম যিক্‌র হল,

লা ইলাহা ইল্লাল্লাহ

لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ

আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই।

তিরমিযী ৫/৪৬২, নং ৩৩৮৩; ইবন মাজাহ্‌ ২/১২৪৯, নং ৩৮০০; আল-হাকিম, ১/৫০৩ এবং সহীহ বলেছেন, আর ইমাম যাহাবী তা সমর্থন করেছেন। আরও দেখুন, সহীহুল জামে‘ ১/৩৬২।


𖣔 ২) মূল আরবি: أَسْتَغْفِرُ اللهَ وَأَتُوْبُ إِلَيْهِ

উচ্চারণ: আস্তাগফিরুল্লা-হা ওয়া আতূবু ইলাইহি।

অনুবাদ: “আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি ও তাঁর দিকে ফিরে আসছি।” 

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতিদিন ৭০ বারের অধিক ইসতিগফার পাঠ করতেন। [সহিহ বুখারি/৬৩০৭]


𖣔 ৩) জান্নাত প্রার্থনা করা ও জাহান্নাম থেকে আশ্রয় চাওয়ার দুয়াঃ এটি সহিহ। এই দোয়াটি যে কোন সময় পড়া যাবে।যখনই পড়ব তিন বার পড়ব।

 ৩ বারاللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ

উচ্চারণ : আল্লা-হুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আ’উযু বিকা মিনান্নার।

অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই।

 রাসুলুল্লাহ (সাঃ) বলেছেনঃ “যে ব্যক্তি আল্লাহর কাছে ৩ বার জান্নাত প্রার্থনা করে, জান্নাত আল্লাহর কাছে দুয়া করে, হে আল্লাহ তাকে জান্নাত দান করো। যে ব্যক্তি আল্লাহর কাছে ৩ বার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে, জাহান্নাম আল্লাহর কাছে দুয়া করে, হে আল্লাহ তাকে জাহান্নামথেকে মুক্তি দাও।

তিরমিযি: ২৫৭২, ইবনে মাজাহ ৪৩৪০, শায়খ আলবানি এই হাদীসটিকে সহীহ বলেছেন, সহীহুল জামি ৬২৭৫।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ