যাকাত প্রদান না করার শাস্তি !

 



বিষয়ঃ যাকাত প্রদান না করার শাস্তি 

*** ইসলামে সালাতের পর যাকাতের নামটি সীমাহীন পরিচিত । ইসলাম ধর্মে যাকাত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় । শব্দটির ব্যবহার পবিত্র কুরআন - হাদিসে অসংখ্যবার উচ্চারিত হয়েছে । 

*** ইসলাম যাকাত প্রদানে উৎসাহিত করেছেন এবং বাধ্যতামূলক করে দিয়েছেন । বান্দা যথাযথভাবে যাকাত প্রদান করলে, জান্নাত লাভ করবেন । পক্ষান্তরে যাকাত প্রদান না করলে কঠিন শাস্তি পেতে হবে । আল্লাহপাক বলেন 

ان ربك سريع العقاب و انه لغفور رحيم 

*** পরকালে দু’ ধরণের শাস্তি রয়েছে । একটি হলো জাহান্নামে যাওয়ার পূর্বে কেয়ামতের ময়দানে শাস্তি প্রয়োগ । অত: পর চূড়ান্তভাবে জাহান্নামে নিক্ষেপ করা । কেয়ামতের দিনটি হবে দুনিয়ার ৫০ হাজার বছরের সমান । কুরআনের ভাষায় ....


كان مقداره خمسين الف سنة 

সূরা আল মাআরিজ ৪ 

সুতরাং জাহান্নামে যাওয়ার পূর্বে কেয়ামতের ময়দানে দেয়া শাস্তির সময়সীমা হবে ৫০ হাজার বছর । এটা পরিষ্কারভাবে বুঝা গেলো ।

*** যাকাত ফরজ হওয়ার পর যাকাত আদায় না কারী ব্যক্তির শাস্তি কি হবে ? 

*** মহানবী সা: বলেছেন 

“ যাকাত অনাদায়ী ব্যক্তির সম্পদকে চোখের উপর দুই কালো দাগ বিশিষ্ট ভয়ংকর সাপ বানিয়ে বান্দার গলায় পেঁচিয়ে দেয়া হবে । অত:পর সে সাপটি তাকে দংশন করত: বলবে “ আমি তোমার সম্পদ ! “ 

ছহীহুল বোখারি ও ছহীহ মুসলিম ।

*** মহানবী সা: বলেছেন 

যাকাত না দেয়া ব্যক্তির স্বর্ণ ও রৌপ্য সমূহকে জাহান্নামের আগুনে গরম করত: আগুনের তৈরী প্লেট বানিয়ে বান্দার ললাট, পার্শ্ব ও পিটে ছ্যাঁকা দেয়া হবে । এক পর্যায়ে আগুনের তখতাটি ঠান্ডা হয়ে আসলে পুণরায় জাহান্নাম থেকে গরম করত: দগ্ধ করা হবে । এভাবে শাস্তি চলতে থাকবে ৫০ হাজার বছর পর্যন্ত । অত:পর হয়ত জান্নাত অথবা জাহান্নাম ! 

ছহীহুল বোখারি ২৩৭১

ছহীহ মুসলিম ৯৮৭

সুনানে নাসাঈ ২৪৪১

*** মহানবী সা: বলেন 

“ যদি পৃথিবীতে পশু বিচরণ না করতো , যাকাত অনাদায়ী বান্দাদের কারণে আসমান থেকে আল্লাহপাক বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিতেন । “

সুনানে ইব্নে মাজা ৪০১৯

তাবরানী ৪৬৭১

হাকিম ৮৬২৩

ছহীহুল জামে ৭৯৭৮

 اتحاف الخيرة المهرة ٧/٤٤٥

যাকাত না দেয়ার কঠিন শাস্তির ঘোষণা সরাসরি পবিত্র কুরআনে স্হান পেয়েছে । আল্লাহপাক বলেন ...

والذين يكنزون الذهب و الفضة ... الخ 

সূরা আত তাওবা ৩৪-৩৫

জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার আগুন অপেক্ষা ৭০ গুণ বেশী ও ভয়ংকর । ইউছুফের বাবা’র হোটেলের রান্না ঘরে ঢুকে গ্যাসের আগুনে ২/৪ মিনিট পর্যন্ত হাতটি দিয়ে দেখুন ! অনুভব কেমন হয় !!! অত:পর জাহান্নামের আগুন সম্পর্কে কিছুটা ধারণা আসতে পারে !


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ