তাওহীদ কি ?

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ্,,, 


তাওহীদ বুঝাতে একটি উদাহরণ পেশ করছি। সম্পূর্ণটা পড়ার অনুরোধ রইল। 


এক শায়েখের কাছে একজন পর্দাশীল মেয়ে এসে বলেন-

মহিলাঃশায়খ আমার স্বামী দ্বিতীয় বিবাহ করতে চায়। তাই আপনি তাকে এই ফতোয়া দেন যে...সে দ্বিতীয় বিবাহ করতে পারবে না


শায়খঃবোন আমিতো এই ফতোয়া দিতে পারমু না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা যেহেতু এর অনুমতি দিছেন, সে করতে পারে।


মহিলাঃ না শায়খ আমি কিছু জানি না, আপনি এই ফতোয়া দিন! 


শায়খঃবোন আমি তাকে বুঝাতে পারি বা নসিহত করতে পারি কিন্তু দ্বিতীয় বিবাহ নিয়ে ফতোয়া দিতে পারি না। 


মহিলাঃশায়খ আমি আমার চেহারা আপনাকে দেখাতে পারছি না, যদি দেখতেন তাহলে বলতেন, যে মেয়ে এতটা সুন্দরী! তার স্বামীর দ্বিতীয় বিবাহের কোন প্রয়োজন নেই। 


শায়খঃবোন যেটাই হোক আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমি ফতোয়া দিতে পারমু না। এতে মেয়েটি নারাজ হয়ে চলে যায়... 


শায়খঃওই মেয়েটি আমাকে তাওহীদ শিখিয়ে গেল!


শ্রোতাঃকেমনে?


শায়খঃ আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা এই দুনিয়াতে যত সৌন্দর্য দিয়েছেন(১ ভাগ) তার মধ্যে থেকে ওই মেয়েটিকে মনে করলাম,  ০.০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০১℅

সৌন্দর্য দিয়েছেন আর এই সৌন্দর্য নিয়েই সে মনে করতেছে তার স্বামী দ্বিতীয় বিবাহ করতে পারবে না। তার মানে মানে মেয়েটি বুঝাতে চাচ্ছে তার সাথে আর কাউকে শরিক করা না হউক।


☝️অথচ আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা যিনি সমস্ত সৌন্দর্যের মালিক, তিনি কেন?বরদাস্ত করবেন তার সাথে কাউকে শরিক করা। 


ইয়া আল্লাহ 爐

আমাদের শির্ক বিদআত থেকে বাঁচার তৌফিক দান করুন।" আমিন"


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ